সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Pallabi Ghosh | ২০ আগস্ট ২০২৪ ১৮ : ০৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে গঙ্গাবক্ষে নজরদারি চালানোর সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বা বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)-র হাতে আটক হল মুর্শিদাবাদের সুতি এবং সামশেরগঞ্জের পাঁচ যুবক। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক ভারতীয়দের নাম -আলিউল মহালদার (১৫), আসলাম সেখ (১৭), দীপ সিংহ (২৩), আতিকুল মহালদার (১৮) এবং সরফরাজ সেখ (১৬)।
প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে গঙ্গানদীর জল বাড়তেই প্রতিবছর পাচারকারীদের তৎপরতা বেড়ে যায়। ভারত থেকে গবাদি পশু সহ অন্যান্য জিনিসের পাচার রুখতে প্রতি বছরই বর্ষাকালে গঙ্গা এবং পদ্মা বক্ষে অতিরিক্ত নজরদারি চালায় বিএসএফ এবং বিজিবি। তবে নদীবক্ষে নজরদারি চালানোর সময় বিএসএফ অনেক সময়ই স্থানীয় গ্রামবাসীদের সাহায্য নিয়ে দেশি নৌকাতে 'পেট্রলিং ডিউটি' করে।
মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে -গত শুক্রবার মাঝরাতে গঙ্গায় এভাবেই নজরদারি চালানোর সময় আচমকা বন্ধ হয়ে যায় বিএসএফ জওয়ানদের সাহায্যকারী একটি নৌকা। সেই সময় ওই নৌকায় ছিল পাঁচজন স্থানীয় যুবক। তারা বিএসএফ জওয়ানদের অবৈধভাবে নদী দিয়ে পাচার হয়ে যাওয়া গবাদি পশুগুলোকে ধরতে সাহায্য করছিল। নৌকা বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে আটকে পড়া নৌকার যুবকদের উদ্ধারের জন্য বিএসএফের তরফে আরেকটি নৌকা পাঠানো হয়।
কিন্তু উদ্ধারকারী নৌকাটি পৌঁছানোর আগেই বন্ধ হয়ে যাওয়া নৌকাটি ভাসতে ভাসতে পৌঁছে যায় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। তখনই নৌকায় থাকা ওই পাঁচ যুবককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র জওয়ানরা। তিন দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনও দেশে ফিরতে পারেনি আটক হওয়া ওই পাঁচ যুবক। সূত্রের খবর বিএসএফের সাথে 'ফ্ল্যাগ মিটিংয়ের' পরও বিজিবি ওই যুবকদের ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দিতে অস্বীকার করেছে। স্বভাবতই উৎকণ্ঠায় রয়েছেন আটক যুবকদের পরিবারের লোকজন। ভারত সরকার যাতে তৎপরতার সাথে তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করেন, সেই আশায় এখন দিন গুনছেন ওই যুবকদের পরিবারের সদস্যরা।
নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি